ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেটের উসমানীনগর উপজেলা শাখা আয়োজিত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার তাজপুর কদমতলাস্থ জমিয়ত কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা ইমরান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাদ বিন রফিক্ব ও সাবেক সাধারণ সম্পাদক মুস্তাক আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়েজ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ক্বাজী আমিন উদ্দিন, ওসমানীনগর উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াহইয়া হামিদী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের দায়ীত্বশীলগণ।
সভায় বক্তারা বলেন, জমিয়তের সুনালী অতীত নতুন প্রজন্মের কাছে তোলে দরে ছাত্র জমিয়তকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে উপজেলার প্রত্যেক প্রতিষ্ঠানের ছাত্রদের কাছে সংগঠনের দাওয়াত পৌছে দিতে হবে। শাখা ভিত্তিক সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, ছাত্র জমিয়ত এদেশের অন্যান্য ছাত্র সংগঠনের মতো কোন সংগঠন নয়। তাঁর আলাদা বৈশিষ্ট রয়েছে৷ রয়েছে ব্যতিক্রমী কর্মসূচি। সৎ চরিত্রবান ও মেধাবী ছাত্রদের সংগঠন হচ্ছে ছাত্র জমিয়ত। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host