ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে জিয়া উদ্দিন(২২) নামের মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলার পৌর চৌমুহনী থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই আব্দুল লতিফ একদল পুলিশ নিয়ে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে অভিযান চালিয়ে জিয়া উদ্দিনকে আটক করেন। সে একটি মাদক মামলার পলাতক আসামী। সিলেটের একটি আদালত তার ৬মাসের সাজা ও ১হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host