ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
বিনোদন ডেস্ক : শাহরুখ খানের আছে মুম্বইয়ের বান্দ্রায় ‘মান্নাত’, প্যারিসে বাড়ি কিনেছেন অমিতাভ, দুবাইতে স্যাংচুয়ারি ফলসে বিলাশ বহুল একটি বাংলো তৈরি করেছেন অভিষেক, দুবাইয়ে বিলাস বহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমান খান। এমন বলিউডের প্রত্যেক তারকাই দারুন সব বাড়ির মালিক।
এবার বাংলো কিনলেন অক্ষয় কুমার। গোয়ায় সমু্দ্েরর কাছেই প্রায় ৫ কোটি টাকার একটি বিলাসবহুল বাংলো কিনলেন অক্ষয় কুমার। ঐতিহ্যবাহী পর্তুগিজ স্টাইলের বাংলোটি বেশ পুরনো।
নতুন বাংলোতে বেশ ভালো সময় পার করছেন অক্ষয়। এমন কী আয়েশে থাকতে গিয়ে তার দৈনন্দিন জীবনের রুটিনও পাল্টে যেতে বসেছে।
অক্ষয় কুমার বলেন, ‘সবকিছু সহজভাবে এগোচ্ছে। সকালে দেরি করে ঘুম ভাঙছে আজকাল। আমার বাড়ির লোকেশন এমন একটা জায়গায়, যেখানে নেটওয়ার্ক প্রবলেম। ফলে ফোন কাজ করে না এখানে। সমুদ্রের বিচ এখানে খুব কাছে। আমি যেকোনও সময়েই যেতে পারি, সমুদ্রে ডুব দিতে পারি ও সূর্যাস্ত দেখতে পারি।’
শুধু অক্ষয় কুমারই নন, গোয়ায় সুন্দর বিচ হাউস কিনেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। তার ছোট্ট বেলার স্বপ্ন ছিল গোয়ার বাগা বিচের কাছে একটি সুন্দর বাড়ি কিনবেন, যেখানে দাঁড়ালেই সমুদ্র হাতছানি দেয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host