বালাগঞ্জে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

বালাগঞ্জে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ সভা

বালাগঞ্জ সংবাদদাতা
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আবদাল মিয়া বলেন, গ্রাম আদালত সরকারের একটি মহৎ উদ্যোগ। ২০০৬ থেকে শুরু হওয়া এই সেবাটি মানুষের দোরগোড়ায় পৌছে দিতে প্রতিনিয়ত উঠান বৈঠক করছে উপজেলা প্রশাসন। তিনি বলেন, গ্রাম আদালতের সুফল আজ সর্বত্র প্রতিয়মান। এর ফলে অনেকে ক্ষেত্রে পারিবারিক কলহসহ গ্রাম পর্যায়ের বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে। গ্রাম আদালতের করণীয় বিষয়গুলি মানুষকে জানাতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে মানুষকে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে মানুষ সমাজের ছোটখাটো সমস্যা সহজেই সমাধান করে নিতে পারছে। গ্রাম আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন চেয়ারম্যান। তার মাধ্যমে স্থানীয়ভাবে ঘটে যাওয়া বিরোধের বিপরীতে সৃষ্ট ফৌজদারি ও দেওয়ানী মামলা খুব সহজেই নিষ্পত্তি হয়ে থাকে। তিনি বলেন, যেখানে হাতের নাগালে আদালত রয়েছে, বিচার প্রক্রিয়ার সুন্দর পরিবেশ রয়েছে, বাদী এবং বিবাদীপক্ষ তার নিজ বক্তব্য সামনা-সামনি বসে বিচারকের নিকট উপস্থাপন করতে পারছে, সেখানে হয়রানি হওয়ার কোন সুযোগ নেই। কোন উকিল নিয়োগ ছাড়াই নিজস্ব প্রতিনিধির মাধ্যমে একটি বিরোধ যাতে সহজে নিষ্পত্তি করা যায় সেবিষয়ে মানুষকে বুঝাতে হবে। তাদেরকে সচেতন করতে সবাইকে নিজে থেকে উদ্যোগী হতে হবে।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসার সুমন চন্দ্র দাস, উপজেলা শিা অফিসার আব্দুর রকিব ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিা অফিসার নজরুল ইসলাম, সাহাব উদ্দিন শাহীন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর