বালাগঞ্জে মাদরাসাছাত্রী গণধর্ষণ-তোলপাড় : সরেজজিন পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

বালাগঞ্জে মাদরাসাছাত্রী গণধর্ষণ-তোলপাড় : সরেজজিন পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

বালাগঞ্জ সংবাদদাতা
বালাগঞ্জে এক মাদরাসাছাত্রীকে (১৪) গণধর্ষণের ঘটনায় সর্বত্র ডোলপাড় শুরু হয়েছে। মানবাধিকার-সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন নেতৃবন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ষক নরপশুদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শনিবার দুপুরে ভিকটিমকে দেখতে ও ঘটনার সরেজজিন পরিদর্শনে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ আহমদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, সংস্থার সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, মহিলা সম্পাদিকা লাবণী পাল তুলি-সহ অন্য সদস্যবৃন্দ। মানবাধিকার নেতারা ঘটনাস্থল মাদ্রাছাত্রীর বাড়িতে যান এবং তাদের আইনী ও সার্বিক সহায়তার আশ্বাস দেন। এসময় মানবাধিকার নেতা ও কর্মীরা এলাকার ক্ষুব্দ জনতাকে শান্তনা দেন এবং অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

একই সময়ে সিলেটে অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ আহমদ একদল পুলিশ নিয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্যাতিত মাদ্রাসা ছাত্রীর পরিবারের সাথে আলাপ করেন । অতিরিক্তি পুলিশ সুপার সাজিদ আহমদ ছাত্রীর পরিবার ও এলাকার প্রতিবাদী জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ উপজেলার শিওরখান গ্রামের নিজ বাড়ির একটি পরিত্যাক্ত খড়ে ঘরে ফেলে অস্ত্রের মূখে গণধর্ষিংত হয় স্থানীয় মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণীর একছাত্রী। তাকে ধর্ষন করে ৬জনের একদল নরপশু। ঘটার পর গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতার পিতা আতিকুল ইসলাম বাদী হয়ে ২জনের নাম উলেখ করে অজ্ঞাতনামা আরো ৪ জনকে আসামী করে শুক্রবার রাতে বালাগঞ্জ থানায় একটি (মামলা নং-০৮) মামলা করেন। মামলার এজাহার নামীয় আসামীরা হচ্ছে, উপজেলার শিওরখান গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুল আহাদ স(২৫) ও একই গ্রামের আইয়ুব উল্লাহর পুত্র আজই (৩২)।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মেয়েটির পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলেছি। প্রাথমিক ভাবে দুই জনের নাম জানা গেছে তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর