ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
বালাগঞ্জে ৭ম শ্রেণীর মাদরাসাছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আব্দুল আহাদ ও আযই নামের দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ৮টায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
শিওরখাল গ্রামের স্থানীয় মাদরাসার ৭ম শ্রেণির ওই শিার্থী গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় একই ঘরের পাশের রুমের চাচার ঘরে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে ওঁৎ পেতে থাকা ৫/৬ জন যুবক ঘরের বারান্দা থেকে তাকে তুলে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। প্রায় ৩০ মিনিট পর সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভিকটিমের পিতার দায়ের করা মামলায় শনিবার রাতে শিওরখাল গ্রামের আব্দুল করিম তালুকদারের ছেলে আব্দুল আহাদ (২৫) ও একই গ্রামের ইউপি সদস্য আইয়ুব আলীর ছেলে আযই (৩২) কে গ্রেফতার করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host