ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩
লন্ডনের অন্যতম পেশাজীবী সংগঠন টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গানাইজেশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৩০ মার্চ পূর্ব লন্ডনের কেয়ার হাউজে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান আগত সবাইকে ধন্যবাদ জানান এবং কেয়ারারদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউন্সিলের স্পিকার শাফি আহমেদ, লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান সাংবাদিক মো. সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলর গোলাম কিবরিয়া, কাউন্সিলর আনা মিয়া, আমিন রহমান, কাউন্সিলর ওয়াহিদ আহমেদ, মেয়রের উপদেষ্টা মোহাম্মদ জোবায়ের, অর্গানাইজেশন অব ব্রিটিশ বাংলাদেশীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মুনিম, সৈয়দ আলী, প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা একেএম হেলাল, অ্যাডভাইজার অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাম আব্বাস, হাবিবুর রহমান বাবলু, আবুল কালাম, আব্দুর রউফ, আমির উদ্দিন, আলী আহমেদ, সেলিম রশীদ, জামিল তালুকদার, দিদার চৌধুরী, কমিউনিটি নেতা নাসির আহমেদ, আখতার মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান সবাইকে ঐক্যবদ্ধভাবে কেয়ারারদের অধিকার আদায়ে সজাগ থাকার আহবান জানান এবং তাঁদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host