বালাগঞ্জে মাহমুদ উস সামাদের নির্বাচনী গণসংযোগ ও পথ সভা

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

বালাগঞ্জে মাহমুদ উস সামাদের নির্বাচনী গণসংযোগ ও পথ সভা

বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে গণসংযোগ করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

তিনি বৃহস্পতিবার বেলা ২টায় বোয়ালজুড় বাজারে গণসংযোগকালে নৌকায় ভোট দিতে স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান। এ উপলে অনুষ্ঠিত এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় মতায় আনতে হবে।

আওয়ামী লীগ নেতা গয়াছ মিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এম এ মতিন, প্রবাসী কমিউনিটি নেতা মশিউর রহমান মশনু, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জুনেদ মিয়া, আওয়ামী লীগ নেতা এম এ মালেক, হাজী আব্দুল মন্নান, ফারুক মিয়া, মিজানুল হক মিনহাজ, আবুল কালাম আজাদ, রেদওয়ান আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, আতাউর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সৈয়দ বেলাল, শ্রমিক নেতা বাচ্চু মিয়া, মুপ্তি মাহমুদ, ছাত্রলীগ নেতা কবি তুহিন মনসুর, জালাল আহমদ খালিছাদার, এ কে টুটুল, নয়ন তালুকদার, তুরন মিয়া, শাহজাহান, রাজিব আহমদ, রুবেল আহমদ, খালেদ আহমদ, শিমুল আহমদ, হুমায়ুন আহমদ, জাহাঙ্গির আলম বিজয়,আবুল কালাম, তারেক আহমদ, শামীম আহমদ, মামুন মিয়া, হাবিব মনি, রাহেল আহমদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর