সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক ক্যারল

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক ক্যারল

ব্রিটেনের প্রথম বাইলাঙ্গুয়াল (বাংলা-ইংরেজী) অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা সানরাইজ টুডে’র তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, লন্ডন এডুকেশন ট্রাস্ট এর প্রেসিডেন্ট ও ইউরো বাংলা’র সম্পাদক সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
সম্প্রতি পুর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ টুডে অনলাইন-এর তৃতীয় ‘জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫ এর অনুষ্ঠানে বিলেতের বাংলা মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ডে প্রদান করা হয়।
অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক কে এম আবুতাহের চৌধুরী, এছাড়াও সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার, তাইছির মাহমুদ, শামসুল আলম লিটন, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মোস্তাক বাবুল আলী, ওলি উল্লাহ নোমান, রহমত আলী, মাহাথির পাশা, ডঃ হাসান শহীদ।
এ ব্যাপারে সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, লন্ডনে অনেক অ্যাওয়ার্ডস এর আয়োজন করা হয় কিন্তু সাংবাদিকদের জন্য এরকম অ্যাওয়ার্ডস প্রদান আমার জানামতে এটাই প্রথম। আমাকে বেছে নেওয়ার জন্য আমি অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা সানরাইজ টুডে’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এর আগে ২০২৪ সালের ২ মে কমিউনিটির কল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের বছর লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মর্যাদাকর সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত হন মানবিক ও সেবামূলক কাজে সম্পৃক্ত লেখক, সাংবাদিক ও সংগঠক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
সাংবাদিক ক্যারল বিভিন্ন সামাজিক ও ইসলামিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বছরের পর বছর ধরে কমিউনিটির কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে বৈশ্বিক করোনা মহামারীর সময় কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের মাধ্যমে জার্নালিজম ও কমিউনিটি এক্টিভিস্ট-এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ব্রিটেনে বাংলাদেশীদের পরিচিত মুখ সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে এই সম্মানে ভূষিত করে কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর