ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালের অতিথি বাচিক শিল্পী মুনিরা পারভীন।
আনন্দকণ্ঠ ডেস্ক
মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালে অতিথি হয়েছেন প্রবাসে বাংলার মুখ খ্যাত বিশিষ্ট বাচিক শিল্পী মুনিরা পারভীন। আগামী ৫ জানুয়ারি শনিবার সকাল ৭টায় অনুষ্ঠানটি প্রচার করা হবে।
অনুষ্ঠানের প্রযোজক এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয়। শনিবার অনুষ্ঠানটি যথা সময়েই সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানে মুনিরা পারভীন তাঁর বর্নাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করেছেন। সুরমাপাড়ে শুরু করা সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং পরবর্তীতে যুক্তরাজ্যে গমন এবং সেখানকার বাঙালি সংস্কৃতির অন্যতম একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠার কতকথাও তিনি তুলে ধরেছেন একঘণ্টার এ অনুষ্ঠানে। পাশাপাশি আবৃত্তিও করেছেন তিনি। জীবনানন্দ দাশের রূপসী বাংলা, জয় গোস্বামীর বেনী মাধব এবং অপূর্ব শর্মার বীরাঙ্গনা সাফিয়া আখ্যান পাঠ অনুষ্ঠানে যুক্ত করে এক ভিন্নমাত্রা।
মাছরাঙা টেলিভিশনের রাঙা সকালে অংশগ্রহণ প্রসঙ্গে মুনিরা পারভীন বলেন, দেশের অন্যতম প্রধান চ্যানেলে সাক্ষাৎকারভিত্তিক এমন অনুষ্ঠানে যোগদান করতে পেরে সত্যিই ভালো লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়।
তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই অনুষ্ঠানের কথা আজীবন মনে থাকবে আমার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host