ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯
বালাগঞ্জ প্রতিনিধি
ওসমানীনগরের নতুন বাজারের একটি দোকান থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ অপসারণ করা হয়েছে। সোমবার পল্লী বিদ্যুৎ কাশিকাপন জোনাল অফিসের লোকজন সেখানে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেন।
জানা গেছে, উপজেলার দয়ামীর ইউনিয়নের খাতুপুর বড়বাড়ির সৈয়দুল ইসলাম সৈয়দের ছেলে মুহিবুর রহমান এপল নতুন বাজারস্থ একটি দোকানে পল্লী বিদ্যুৎ অফিসকে না জানিয়ে বেশ কিছু দিন আগে বৈদ্যুতিক মিটার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেন। অবৈধভাবে দেয়া বিদ্যুৎ সংযোগ থেকে তিনি অটো রিকসার ব্যাটারী চার্জের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পল্লী বিদ্যুৎ কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম বলেন, তাৎক্ষনিক খবর পেয়ে অফিসের লোকজন সেখানে গিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করেছেন। অবৈধ সংযোগ প্রদানকারীকে ব্যবহৃত বিদ্যুৎ বিল প্রদানের জন্য চিঠি দেয়া হবে। এতে তিনি স্বেচ্ছায় বিল পরিশোধ না করলে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host