ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। কিন্তু শিা প্রতিষ্ঠানে এখন শুধু পড়া, পরীা আর অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে এসব চর্চা গুরুত্ব হারাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যত ও বর্তমান প্রজন্মের জন্য শিাঙ্গনে সংস্কৃচি চর্চা ও খেলাধুলার অবারিত সুযোগ-সুবিধা রাখা অত্যন্ত জরুরি। কাসে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংস্কৃতির নানা বিষয় ও খেলাধুলার চর্চা অত্যাবশ্যক করে তুলতে হবে।
তিনি বুধবার গোলাপগঞ্জে হাসনা-নাজিম মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রাক্তন শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে ও শিক্ষক তাওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি আজমল হোসেন চৌধুরী, স্কুলের পরিচালক আবুল হাছনাত আলম। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host