ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
জকিগঞ্জে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা শামিম আহমদ(২৮) কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি জকিগঞ্জ থানার চাঁদাবাজী মামলার গ্রেপ্তারী পরোয়ানাভ‚ক্ত আসামি।
শনিবার রাতে জকিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রোববার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
শামিম আহমদ সদ্য সমাপ্ত জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি পৌর এলাকার পীরেরচক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, শামিমের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় চাঁদাবাজী মামলার ওয়ারেন্ট ছিলো।
প্রসঙ্গত, গত বছরের ১০ অক্টোবর পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের টমটম চালক আব্দুল হান্নান বাদী হয়ে পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা শামিম আহমদসহ চারজনের বিরুদ্ধে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদা আদায় ও চুরিসহ কয়েকটি অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশের মামলাটি জকিগঞ্জ থানায় রেকর্ড করা হয়। এ মামলায় যুবলীগের সালাম ও শামিমসহ ৫ জন উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host