সিলেট ষ্টেশন ক্লাবের বৃষ্টিদিনের গান অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

সিলেট ষ্টেশন ক্লাবের বৃষ্টিদিনের গান অনুষ্ঠিত

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে ক্লাবের নবাগত সদস্য মো. ফয়জুল আনোয়ার, লুৎফুর রহমান ও ওহিদুজ্জামান চৌধুরী এর সম্মানে ২৫ জুলাই বৃহস্পতিবার রাতে ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা ও বৃষ্টিদিনের গানের আয়োজন করা হয়।ক্লাব প্রেসিডেন্ট ই.ইউ. শহিদুল ইসলাম এডভোকেট এর সভাপতিত্বে নবাগত ক্লাব সদস্যবৃন্দকে শুরুতে উত্তরীয়, ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ বেগম মুমিনুন নেসা, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাতাহ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডা. আতফুল হাই শিবলী, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরী, ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট মো. জামাল ইয়াকুব, অর্থ ও পরিকল্পনা বিভাগের সদস্য শাহ মো. মোসাহিদ আলী, ব্যবস্থাপনা বিভাগের সদস্য হারুন আল রশিদ দিপু, ক্রীড়া বিভাগের সদস্য ফজলে এলাহী চৌধুরী, বিনোদন বিভাগের সদস্য সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাংস্কৃতিক বিভাগের সদস্য আহবাব মোহাম্মদ কামরুল ইসলাম টিপু ও আপ্যায়ন বিভাগের সদস্য মুফতি এ.এস. শামীম আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর