ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে ইসমা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার লোকমানপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ইসমা লোকমানপুরের চিথলিয়া গ্রামের কৃষক ইসলাম আলীর মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাবা-মার সঙ্গে ছাপরা ঘরে ঘুমিয়ে পড়ে শিশু ইসমা। গভীর রাতে বিষধর সাপ তাকে দংশন করে। সে সময় শিশুটি সাপ দেখে বাবা-মাকে জানালেও তারা অন্য কিছু কামড় দিয়েছে ভেবে গুরুত্ব দেননি।
পরে মেয়ের অবস্থা খারাপের দিকে গেলে খুঁজতে গিয়ে ঘর থেকে সাপ বের হয়ে যেতে দেখেন। এরপর শনিবার সকাল পৌনে ছয়টার দিকে ইসমাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রাজশাহীকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host