ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নিদের্শনায় জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোসের্র সহায়তায় ২৯ আগস্ট রাত অনুমান ৪ টা ১০ টায় জকিগঞ্জ থানাধীণ লক্ষীবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সুজাউল সাকিনের এমরান হোসেনের পুত্র সাদিক আহমদ (২৭) টিভিএস কোম্পানীর রেজিস্ট্রেশনবিহীণ মোটরসাইকেল যোগে বড়লেখা অভিমুখে যাবার সময় অভিযান পরিচালনাকারী দল থামার সংকেত প্রদান করলে মোটর সাইকেল আরোহী পলায়নের চেষ্টা করে। অভিযানকারী দল ধাওয়া দিয়ে মোটরসাইকেল আটক করে তল্লাশী করলে তার সাথে থাকা ব্যাগে ৭০ (সত্তর) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী জকিগঞ্জ সীমান্ত হতে বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল। ঘটনা সংক্রান্তে জকিগঞ্জ থানার এসআই/(নিঃ) পরিতোষ পালের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার বলেন, সিলেট জেলার সীমান্তবর্তী কোন থানাকে মাদকের নিরাপদ রুট হিসেবে গড়তে দেয়া হবে না এ জন্য জেলা পুলিশের এ চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host