ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক্বের অন্যতম সহ-সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর জমিয়তে উদ্যোগে মঙ্গলবার বাদ আছর কলেক্টরেট জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী।
উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তে সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সহ সভাপতি যথাক্রমে মাওলানা হাফিজ খলিলুর রহমান, প্রিন্সিপাল ড. সৈয়দ রেজুয়ান আহমদ, মুফতি আলতাফুর রহমান, মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সরকার, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুতাহির আলী, যুব জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের প্রচার সম্পাদক সাবেকছাত্র নেতা এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ মোঃ জাফর ইকবাল, ছাত্রনেতা ইসহাক হোসেন, হাফিজ মকবুল আহমদ, হাফিজ সুফিয়ান আহমদ প্রমুখ।
মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর দ্রæত সুস্থতার জন্য বিশেষ ফরিয়াদ করেন।
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস গতকাল ৭ ডিসেম্বর রাজধানীর শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হার্টে বøক ধরা পরায় জরুরী ভিত্তিতে রিং পরানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host