ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
মো. হাবিবুর রহমান
জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজার সংলগ্ন সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এর আগে জনৈক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে বলে দৈনিক স্বাধীন বাংলা, দৈনিক বিজয়ের কণ্ঠসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়।
সংবাদটি জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ার হোসেন সাগর এর দৃষ্টি গোচর হলে তিনি তা তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-কে নির্দেশ প্রদান করেন৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বৃহস্পতিবার বিকেলে সরেজমিন পরিদর্শন করে একটি ড্রেজার মেশিন জব্দ করেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান। শীঘ্রই প্রতিবেদন আদালতে প্রেরণ করবেন বলেও তিনি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host