ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি
আজ সোমবার (২১ ডিসেম্বর)। জকিগঞ্জের বালাউট ছাহেববাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, উস্তাজুল উলামা শাহ-সূফী আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (র.)-এর ২য় বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল।
মাহফিল বাস্তবায়ন কমিটি জানিয়েছে সকাল ১০টায় আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান।
অন্যান্য কর্মসূচি হলো খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
মাহফিলে তাশরীফ আনবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী ছাহেব জাদাগন, শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাবেক অধ্যক্ষ ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, মৌকারা দরবার শরীফ এর পীর ছাহেব আমিরুস সালিকিন আল্লামা নেছার উদ্দীন ওয়ালী উল্লাহি, ফান্দাউক দরবার শরীফ এর পীর ছাহেব আল্লামা সাইয়্যিদ ছালেহ আহমদ মামুন আল হুসাইনি, দৈনিক ইনকিলাব এর নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমীন খান। এছাড়া প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত হবেন।
মাহফিলকে সফল করতে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করেছে আয়োজকরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host