ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
জকিগঞ্জ প্রতিনিধি
৫ম বারের মতো জকিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৩০ জানুয়ারী। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবের আমেজ বইছে পৌর এলাকা জুড়ে। সোমবার সিলেট জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা ফয়সল কাদেরের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব জানান, এবারের নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী লড়াই করছেন। ভোটের মাঠে এবার প্রার্থীর সংখ্যা ৫০ জন।
প্রতীকসহ মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাজী খলিল উদ্দিন (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী ইকবাল আহমদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ (নারিকেল গাছ), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক (লাঙ্গল), আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান (মোবাইল ফোন), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (জগ), বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা (চামচ), স্বতন্ত্র প্রার্থী সোনারবাংলা সমিতির সভাপতি জাফরুল ইসলাম (হেঙ্গার)।
কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল জলিল (পাঞ্জাবি), মুনিম আহমদ (পানির বোতল) ও আবুল কালাম (উটপাখি)।
২নং ওয়ার্ডে মাসুদ আহমদ (ডালিম ), রুহুল আমিন রিপন (টেবিল লেম্প), আব্দুশ শহীদ (পাঞ্জাবী), মস্তুফা আহমদ (পানির বোতল), আব্দুস সালাম (উটপাখি), শংকু কান্তি শর্মা (ফাইল কেবিনেট )। ৩নং ওয়ার্ডে রিপন আহমদ (পানির বোতল), আবুল কালাম আজাদ (উট পাখি)।
৪নং ওয়ার্ডে শাহাব উদ্দিন শাকিল (পাঞ্জাবি), মহিবুর রহমান (পানির বোতল) মো. মাহবুবুর রহমান (উটপাখি)। ৫নং ওয়ার্ডে মো. কামরুজ্জামান কমরু (উট পাখি), মো: ছমির উদ্দিন (পাঞ্জাবী)। ৬নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন নজরুল (ডালিম), মোস্তাক আহমদ(ব্লেক বোর্ড) শিব্বির আহমদ (উটপাখি ), আলমগীর হোসেন (পাঞ্জাবি), আখতারুজ্জামান (টেবিল ল্যাম্প), লবিবুর রহমান (পানির বোতল )। ৭নং ওয়ার্ডে ফয়ছল আহমদ মাখন (ব্লেক বোর্ড), আছদ্দর আলী (পাঞ্জাবি), নাজু আহমদ (উটপাখি), হেলাল আহমদ (টেবিল ল্যাম্প), সাইদুল ইসলাম (পানির বোতল)।
৮নং ওয়ার্ডে শামিম আহমদ (পাঞ্জাবি), হেলাল উদ্দিন (উটপাখি), এহসান আহমদ (পানির বোতল)। ৯নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই (উটপাখি), আমাল আহমদ (পানির বোতল), হোসেন আহমদ (পাঞ্জাবি)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে সুনন্দা শুক্ল (অটোরিকশা), জোসনা খানম (আনারস), তাছনিমা আক্তার জোসনা (পদ্মফুল)।
৪, ৫, ৬ নং ওয়ার্ডে মনারা বেগম (ফুল), জাহানারা বেগম (আনারস), রোসনা আক্তার (চশমা), দিলওয়ারা বেগম (অটোরিকশা)। ৭, ৮, ৯ নং ওয়ার্ডে ছালমা বেগম (আনারস) ও রীনা আক্তার (চশমা)।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host