ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেট-৬ আসনে জোট মনোনীত প্রার্থী ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল করার ল্েয ধানের শীষে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি নিজেকে জাতীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত থাকার কথা উল্লেখ করে বলেন, জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ আদালতের জামিনের পরও মিথ্যা মামলায় কারাবন্দী রেখে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে। গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আনন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করছি।
বৃহস্পতিবার বেলা ২টায় গোলাপগঞ্জে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুর রকিব বলেন, ২০ দলের হাইকমান্ড থেকে আমাকে ধানের শীষ প্রতীকে সিলেট ৬ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। আমিই ধানের শীষ নিয়ে নির্বাচন করব।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবীণ রাজনীতিবীদ মাওলানা আব্দুল মুকিত, জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানী, সেক্রেটারী ইলিয়াস বিন রিয়াছত, গোলাপগঞ্জ উপজেলা সেক্রেটারী জহির উদ্দিন, আব্দুল লতিফ সরকার প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host