ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: নাহিম মিয়া
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই স্লোগানে সারাদেশের ন্যায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮জুন) কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তথ্যকেন্দ্র কাম-সেবা বুথের উদ্বোধন করা হয়। ফিতা কেটে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ। আগামী ১৪ জুন পর্যন্ত এ ভূমিসেবা সপ্তাহ চলবে।
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে অনলাইনের মাধ্যমে খাজনা দেওয়া, নামজারির আবেদন করা সহ স্মার্ট ভূমিসেবা সম্পর্কে অবহিত করা হচ্ছে। চলা বুথে জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে যে কোনো নাগরিক জানতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমদ, ইউনিয়ন ভূমি তসিলদার শিপলু কুমার দে, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ শামীম আহমদ, সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অফিস সহকারি প্রসেনজিৎ ধর, জসিম উদ্দীন, ব্যবসায়ী আব্দুল হাই গাজী, হোসেন নূর, সাংবাদিক আনোয়ার সুমন, ব্যবসায়ী ইমরান আহমদ, সেবা গ্রহীতা লতিফ মিয়া, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, ফরহাদ আহমদসহ ভূমি অফিসের অন্যান্য কর্মচারী বৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host