সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার, ছাত্রলীগনেতা সেলিম আহমদকে খুঁজছে পুলিশ!

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার, ছাত্রলীগনেতা সেলিম আহমদকে খুঁজছে পুলিশ!

ওসমানীনগর প্রতিনিধি
সামাজিক মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে কথা বললেই দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারে আর আইনি জটিলতা নেই বলে জানিয়েছে পুলিশ। সরকারি আদেশ কার্যকর হওয়ার পর থেকে পুলিশ চাইলে সমাবেশ-মিছিল বা গোপন বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারবে। রোববার (১১ মে) পুলিশের একাধিক সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীরা এসব তথ্য জানান। 

তার পরেও থেমে নেই অপপ্রচার। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে তাল মিলিয়ে দেশে বিভ্রান্ত সৃষ্টির লক্ষে দেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু ভুয়া তথ্য ও ছবি ফেইসবুকে প্রচার করছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা আত্নগোপনে থাকা সেলিম আহমদ সহ তার অনুসারীরা। ড. মোহাম্মদ ইউনুস এর লন্ডন সফরকে বিতর্কিত করার জন্য তারা এমন অপপ্রচার চালায়।

এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন তিনি। তার ধারাবাহিক ফেইসবুক স্ট্যাটাসে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। বিএনপি জামায়াত নেতৃবৃন্দ তথা সুশিল সমাজের দাবি সেলিম আহমদ কে দেশে এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ছাত্রশিবির ওছাত্রদল নেতৃবৃন্দরা বলেন, জুলাই আন্দোলনের বিরুদ্ধে ছিল সেলিম আহমদ, ফেইসবুকে লেখালেখি করেছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে। যার কারনে সাধারণ শিক্ষার্থীরাও তার উপর ক্ষিপ্ত রয়েছেন।

এদিকে পুলিশ বলছে সেলিম আহমদকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ, ২০২৪ সালের ৫ই আগস্ট জুলাই বিপ্লবের পর থেকেই সেলিম আহমদ সহ তার পরিবারের কেউ বাড়িতে নেই, তারা আত্নগোপনে রয়েছেন। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে সেলিম কে খুঁজে বের করা হবে বলেও জানায় পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর