শাল্লায় সাংবাদিককে নিয়ে অপপ্রচার

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

শাল্লায় সাংবাদিককে নিয়ে অপপ্রচার

শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দৈনিক বিজয় কন্ঠের শাল্লা উপজেলা প্রতিনিধি তাপস চন্দ্র দাসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কতিপয় ফেইসবুক আইডি থেকে তাঁর সম্মান হানির লক্ষ্যে কিছু লোক একটি ভিডিও প্রচার করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও এডিটিং করে প্রকাশ করা হয়েছে।
জানা যায়, গত বুধবার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপুর এরিয়ায় গোপন সংবাদের বিত্তিতে তিনি এই এলাকার প্রভাবশালী গাঁজা ব্যবসায়ী গোপালকে গাঁজাসহ ক্যামেরা বন্ধিকরেন। চতুর গোপাল সহপাঠী দিয়ে উনাকে পাশর্^বর্তী আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে নিয়ে যায়। সেখানে কৌশলে দেশীয় অস্ত্রের মুখে তাপসকে জিম্মি করে গোপালের গাঁজা ব্যাবসায়ী পার্টনার দিয়ে একটি ভিডিও রেকর্ড করে। পরে সেই ভিডিও কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে, যার ফলে উনার আত্ম সম্মানে আঘাত হানে।
তিনি বলেন, অপরাধীর ভিডিও চিত্র ধারণ করায় এখন আমি নিজে নিরাপত্তা হীন। এই কুখ্যাত গাঁজা ব্যাবসায়ীর অপকর্মের পূর্ণাঙ্গ ডকুমেন্টস এ প্রতিনিধির নিকট রয়েছে। এই অপরাধী চক্রকে আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের শুদৃষ্টি আকর্ষণ করেন এবং অপপ্রচারকারীদের কথায় মিথ্যাকে সত্য বলে প্রকাশ না করার আহ্বান জানান।
উল্লেখ্য, আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের লাল মোহন সরকারের ছেলে গোপাল সরকার শাল্লা উপজেলার প্রতাপুর এলাকায় গাঁজা বিক্রিকালে সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামের হরিদাসদের স্ত্রী তিনিও এ চক্রের আরেক সদস্য। তাঁরা পাহাড়পুর থেকে গাঁজা নিয়ে শাল্লার বিভিন্ন পয়েন্টে বিক্রয় করেন। যার অডিও প্রতিবেদককের হাতে রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর