গোলাপগঞ্জে ২৪ পরিবারে বিদ্যুৎ সংযোগ

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

গোলাপগঞ্জে ২৪ পরিবারে বিদ্যুৎ সংযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জের লপিাশা ইউনিয়নের শ্রীপুরে একই দিনে ২৪টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। সোমবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন গোলাপগঞ্জ জোনাল অফিস ‘আলোর ফেরিওয়ালা’ নামক বিশেষ কার্যক্রমের মাধ্যমে এসব পরিবারকে বিদ্যুতায়ন করে।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশীদের সভাপতিত্বে আয়োজিত বিশেষ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব।

বিশেষ অতিথি ছিলেন- গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক সফিক উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসি শফিকুল ইসলাম, তরুণ সমাজসেবী ফয়জুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর