ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদণি ইউনিয়নের সুপারস্টার ক্রিকেট ক্লাবের আয়োজনে ৮ম সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ৬ ফেব্র“য়ারী বুধবার খদ্দাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী বড়ডাক মাঠে এ খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সৌদি প্রবাসী দিলাল আহমদের সভাপতিত্ব ও আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং ঢাকাদণি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমদ কস্তন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলায় কেউ হারে, কেউ জয়লাভ করে। মূলকথা হলো খেলাধুলায় অংশগ্রহণ করা। তিনি বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে অবয়ের হাত থেকে রা করতে। খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃঙ্খখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। এ ধরনের প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আমেরিকা প্রবাসী তাহিদ আহমদ, সুপার স্টার ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মিজান আহমদ, শরফ উদ্দিন বাবলা, স্বপন আহমদ, সাংবাদিক আব্দুর রহমান, রুবেল আহমদ, আব্দুল আহাদ, জামিল আহমদ, ছায়াদ আহমদ, মিজানুর রহমান সাহেদ, ফখরুল ইসলাম।
এছাড়াও অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন- সুলতান, ইশতিয়াক, কামরান, মুহতাছিম বিল্লাহ, মিনহাজ, কাবুল, এমরান, বদরুল প্রমুখ। পরবর্তীতে চ্যাম্পিয়ন দল কে পাঁচটি ক্রিকেট ব্যাট হাতে তুলে দেন অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host