ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি
কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেছেন, মসজিদ-মাদরাসার কাজে এগিয়ে আসা ঈমানী দায়িত্ব। ভালো কাজ করার সময় বাঁধা-বিপত্তি আসে। এসব বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে এগিয়ে আসলে মহান সৃষ্টিকর্তা খুশী হন। তাই এলাকার বিত্তবান ব্যক্তিদের উচিত মসজিদ-মাদরাসার কাজে এগিয়ে আসা। প্রত্যেক মুসলিম পরিবারের অভিভাবকদের উচিত তাদের ছেলে-মেয়েদেরকে পবিত্র কুরআন শিক্ষা গ্রহণের জন্য দারুল আরকান মাদরাসায় পাঠানো।
শনিবার দুপুর ১টায় গোলাপগঞ্জের শিকপুরে দারুল আরকান (ইবতেদায়ী) মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হাজী তমজিদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা নাজমুল আহমদের সঞ্চালনায় এবং মাদরাসা সুপার ক্বারী মাওলানা জাবেদুর রহমানের তেলাওয়াতের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল আমিন শাহাদৎ, মুক্তিযোদ্বা মাহতাব উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ কুটি, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলা উদ্দিন, কালিজুরী প্রভাতী সংঘের সভাপতি হিফজুর রহমান, দারুল আরকান মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল ইসলাম জুবের প্রমুখ।
আলোচনা সভায় সরওয়ার হোসেন দারুল আরকান মাদরাসার শিক্ষক ও পরিচালনা কমিটির কাছে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। সভা শেষে ভুমিদাতা চেরাগ আলী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সুপার ক্বারী মাওলানা জাবেদুর রহমান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host