গোলাপগঞ্জে প্রশাসনের জঙ্গী ও মাদক বিরোধী মতবিনিময়

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

গোলাপগঞ্জে প্রশাসনের জঙ্গী ও মাদক বিরোধী মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে থানা প্রশাসনের উদ্যোগে জঙ্গী ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় থানা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠি হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান (পি.পি.এম)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শফিকুর রহমান, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, জামিল আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, ইউপি সদস্য রুহেল আহমদ, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুল ওয়াদুদ, পৌর কাউন্সিলর জামাল আহমদ জানাল, নাজিম উদ্দিন, এম ফজলুল আলম, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, সাংবাদিক গোলাম দস্তগীর খান সামিন, দৈনিক উত্তর প‚র্বের এনামুল হক এনাম, দৈনিক সিলেট মিররের গোলাপগঞ্জ সংবাদদাতা জাহিদ উদ্দিন, দৈনিক মাতৃছায়ার গোলাপগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, দৈনিক বিজয়ের কন্ঠের গোলাপগঞ্জ প্রতিনিধি মো. রুবেল আহমদ, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফাহাদ হোসাইন, দৈনিক শুভ প্রতিদিনের সুলতান আবু নাসের, সাপ্তাহিক সোনালী সিলেটের হাবিুবুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর