গোলাপগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

গোলাপগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সুমন আহমদ(৩০) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিক্সার যাত্রী জাবেদ আহমদ(২৬)।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার পশ্চিম দাঁড়িপাতন এলাকার নূরজাহান সিএনজি ফিলিং স্ট্যাশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুরের ছমির উদ্দিনের পুত্র ও আহত জাবেদ পৌর এলাকার রণকেলী দক্ষিণ এলাকার ফারুক আলীর পুত্র। জাবেদকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত চালক সুমন আহমদ নম্বরবিহীন একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে গোলাপগঞ্জের চৌঘরী (চকরিয়া) যাওয়ার পথে পাম্পের সামনে পৌছামাত্র গোলাপগঞ্জগামী মাইক্রোবাসের (নং সিলেট-চ-১১-০৪৮৩) সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী দুর্ঘটনা ও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর