ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
মরহুম আলহাজ অ্যাডভোকেট আব্দুল হাই খান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। ২৬ ফেব্র“য়ারি মঙ্গলবার দুপুরে নগরের জামেয়া ক্বাসিমূল উলুম দরগাহ হজরত শাহজালাল (রহ.) সিলেটের মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের সভাপতিত্বে ও মাদরাসার সহকারি মুহতামিম মাওলানা আসাদ উদ্দিনের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আব্দুল হাই খান ছিলেন মসজিদ, মাদরাসার উন্নতি অগ্রগতির জন্য একজন নিবেদিত প্রাণ। তাঁর নামে যে ফাউন্ডেশন অবদান রাখছে তা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া এই বৃত্তি প্রদানের মাধ্যমে ছাত্রদের মধ্যে সঠিকভাবে ইলম অর্জনে প্রতিযোগিতার সৃষ্টি করে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দরগাহ মাদরাসার নাজিম মাওলানা আতাউল হক জালালাবাদী, মরহুম আলহাজ অ্যাডভোকেট আব্দুল হাই খানের ভাই লন্ডন প্রবাসী আব্দুল মুনিম খান, আব্দুল হাই খানের জামাতা কানাডা প্রবাসী নাজমূল হোসাইন, আব্দুল হাই খানের নাতি ব্যাংকার হাসানুজ্জামান রাসেল, দরগা মাদরাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host