গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের প্রতিবাদ সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ উপ-কমিটির ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারীসহ ৭জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ কদমতলীস্থ ট্রাক স্ট্যান্ডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপ-কমিটির সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ সড়ক ফেডারেশনের সহ-সভাপতি, সিলেট বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।

বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি হাশু মিয়া, চান্দ আলী, তফুর আলী, চেরাগ মিয়া, গোলাপগঞ্জ উপ-কমিটির সহ-সভাপতি মহিজ উদ্দিন, সহ-সম্পাদক মইজ আহমদ, সাবেক সভাপতি আব্দুস শহিদ ফয়েজ, কোষাধক্ষ্য খালেদ আহমদ, সদস্য কালাম আহমদ, আলীম উদ্দিন, আসকর আলী, সাবেক সহ-সম্পাদক রুজেল আহমদ, কোষাধক্ষ্য সুমন আহমদ, সদস্য সুমন আহমদসহ শ্রমিক উপ-কমিটির সকল সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, টিলা কাটার অপরাধে ডিবি পুলিশ বাদী হয়ে শ্রমিকদরে উপর মিথ্যা মামলা দিচ্ছে, শ্রমিক আটক ও ট্রাক জব্দ করে নিয়মিত হয়রানী চালিয়ে যাচ্ছে। অথচ, শ্রমিকদের উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। টিলা কাটার সাথে শ্রমিকদের কোনরূপ সংশ্লিষ্ট না থাকার পরও হয়রানীর উদ্দেশ্যে তারা এমন করেছে।

তারা বলেন, ডিবি পুলিশ পূর্বে দু’দফায় শ্রমিকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়েছে। এবারও টাকা না দেয়ায় তারা এমন কাজ করেছে। পুলিশ প্রশাসন তদন্ত করলে দেখতে পারবে কোন অপরাধ ছাড়াই শ্রমিক আটক ও মামলাটি দেয়া হয়েছে। এ সময় বক্তারা আটক শ্রমিক ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর