ঢাকা ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে কৃষিপণ্যের বিপনন ব্যবস্থা দক্ষতা উন্নয়নে এ্যাসেম্বল সেন্টারের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) উপজেলা কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে আগে খাদ্যেও অনেক ঘাটতি ছিল। কিন্ত এখন আর তা নেই। আমরা এখন খাদ্যে সয়ংসম্পূর্ণ। তিনি বলেন, বাজারে ভেজাল পণ্য মেয়াদোত্তীর্ণ ও ফরমালিনযুক্ত সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। রমজান মাসে ভেজাল পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ইওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, ফিল্ড অফিসার তানজিনা আক্তার ও নিজাম উদ্দিন।
অনুষ্ঠান শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিআই এসআরপি’র পরিচালক (বিপণন) বেগম শাহনাজ নীনা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host