গোলাপগঞ্জে পুত্রবধূর হাতে বৃদ্ধা শ্বাশুড়ি আহত

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

গোলাপগঞ্জে পুত্রবধূর হাতে বৃদ্ধা শ্বাশুড়ি আহত

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে ৮২ বছর বয়সী বৃদ্ধা শাশুড়ীকে পেটালেন জাহেদা আক্তার কুটিনা নামের এক পুত্রবধূ। স্বামীর সাথে দীর্ঘদিনের শত্রæতা মেটাতে বৃদ্ধা শাশুড়ীকে হিল জুতা দিয়ে মুখ ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ওই বৃদ্ধার মুখ, নাক ও শরীরের বিভিন্ন স্থানে প্রচুর রক্তকরণ হয়।

শনিবার বেলা ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি উপজেলা ঢাকাদক্ষিণ ইউপির খর্দ্দাপাড়া গ্রামের মৃত আছদ্দর আলীর স্ত্রী রাইছা বেগম (৮২)। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যায়।

জানা যায়, শনিবার সকালে স্বামীর সাথে কলহের জেরে অতর্কিত হামলা করেন বৃদ্ধার শাশুড়ীর উপর পুত্রবধূ জাহেদা আক্তার কুটিনা। এ সময় ঘরে ভেতরেই নাক-মুখ জুতার হিল দিয়ে আঘাত ও লাটি দিয়ে শরীরে আঘাত করেন। এছাড়া বৃদ্ধা মহিলার চুলে ধরে দেয়ালের সাথে একাধিক বার আঘাতও করেন পুত্রবধূ। কুটিনা বিভিন্ন সময় বৃদ্ধা শ্বাশুড়িকে মারধর করতেন বলেও অভিযোগ করেন স্বজনরা। এব্যাপারে বৃদ্ধার ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার নাথ জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর