ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে ব্যবসায়ীসহ বাসা-বাড়ির মানুষজনের অবস্থা কষ্ট সাধ্য হয়ে উঠেছে। সকাল সন্ধ্যা, রাত-বিরাতে লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বেড়েইে চলছে।
বিশেষ করে রমজান মাস আসার পর থেকেই তারাবিহ নামাজ, ইফতারের সময় ও সেহরীর সময় লোডশেডিং বেশি হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় নামাজ আদায় ও ইফতার-সেহরী করতে হয় ধর্মপ্রাণ মুসল্লিদের।
এছাড়া অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মারাত্মক বিপাকে পড়েছে উপজেলার মৎস্য ব্যবসায়ীরা, নষ্ট হচ্ছে বাসাবাড়ির ফ্রিজে থাকা খাদ্য দ্রব্য। উপজেলাবাসীর দাবি- গোলাপগঞ্জকে লোডশেডিংমুক্ত করে শান্তিতে মুসল্লিদের সিয়াম সাধনার সুযোগ করে দিতে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর রমজান মাস আসলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে ঘণ্টার পর ঘন্টা লোডশেডিং করে রাখেন। এবারও প্রথম রমজান শেথে এ অবস্থার শুরু হয়। প্রথম রমজান তারাবিহ নামাজের অর্ধেক পড়ার পর ৯:০৫ মিনিটে বিদ্যুৎ নেই। মুসল্লিরা বিদ্যুৎহীন অবস্থায় তীব্র গরমে নামাজ আদায় করেন। এরপর থেকে নিয়মিত ইফতার, সেহরী, তারাবির নামাজের হচ্ছে লোডশেডিং। এছাড়া গত সোমবার সন্ধ্যার পর থেকে প্রায় ১০/১২ বার বিদ্যুতের ভেলকিবাজি দেখেছেন উপজেলাবাসী। এতে করে মানুষের মনে প্রতিনিয়ত ক্ষোভের সঞ্চার হচ্ছে। যে কোন সময় আন্দোলনে নামতে পারেন ব্যবসায়ীসহ জন সাধারণ। অতিরিক্তি লোডশেডিংয়ের জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পোস্টে করতে দেখা যায়।
এব্যাপারে গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুনুর রশিদ বিজয়ের কণ্ঠকে জানান, আমরা বিনা কারণে কখনো লোডশেডিং করি না। রমজানের শুরু থেকেই কি পরিমাণ ঝড়-বৃষ্টি হচ্ছে। একটি ভারী বৃষ্টি হলেও এর প্রভাব ২/৩ দিন থাকে। আমাদের শ্রমিকরা দিন রাত কাজ করে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে, এটা লোডশেডিং না বিদ্যুৎ বিভ্রাট এ বিষয়ে খোলাসা করে কিছু বলতে পারেন নি ওই কর্মকর্তা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host