গোলাপগঞ্জ মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানীর অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

গোলাপগঞ্জ মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানীর অভিযোগে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউপির এক ধর্ষণ চেষ্টাকারীর পিতার দেয়া মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলার ভাদেশ্বর ইউপির মীলগঞ্জ বাজার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নাজমুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি যুবলীগ নেতা ছালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুল আম্বিয়া গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, পৌর যুবলীগ নেতা সুমন মিয়া, রাহি আহদম, আজমল হোসেন মনি, বদরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করা হলেও তা রেকর্ড না হয়ে অভিযুক্তের পিতার দেয়া মিথ্যা মামলা রুজুর প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হওয়রানী বন্ধে জোর দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর