গোলাপগঞ্জে বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

গোলাপগঞ্জে বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত

গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপেক্ষ ১৩ যাত্রী আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রানাপিং লংলিরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। এরমধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা বাস (সিলেট-জ ১১-০০৫১) অর্ধশতাধিক যাত্রী নিয়ে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে গোলাপগঞ্জের সদর ইউপির লংলির পুল নামক স্থানে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১৩জন যাত্রী আহত হন।

তবে, বাসটি পানিতে পড়ায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি বলে যাত্রীসহ স্থানীয়রা ধারণা করছেন। তারা বলছেন, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে আহতবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি দিলীপ কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস খাদে পড়ে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক এসআই ফয়জুল করিম একদল পুলিশ ঘটানাস্থল পরিদর্শন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর