মামুনুর রশিদের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অনুদান চেক হস্তান্তর

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

মামুনুর রশিদের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অনুদান চেক হস্তান্তর

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মামুনুর রশিদ নূর মিয়ার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পাঁচ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা ২টায় তাঁর সহধর্মিণীর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

মরহুম মামুনুর রশিদ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

এসময় নূরুল ইসলাম নাহিদ এমপি বলেন, সরকার সব সময় অসুস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। একমাত্র আওয়ামী লীগ সরকারই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে জানে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকারের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোল মডেল।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাক আকবর আলী ফখর, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর