ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ২০, ২০১৯
হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির উদ্যোগে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৬টায় হেতিমগঞ্জস্থ তায়্যিবা কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ময়নুল ইসলাম সুহেলের সভাপতিত্বে ও হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক সামছুল ইসলাম আনার পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন সাকিল আহমদ।
সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ময়নুল ইসলাম সুহেল।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি মো. আব্দুল হামিদ, সহ সভাপতি, মাছুম আহমদ, সাধারণ সাম্পাদক বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক দিলওয়ার হুসেন, সাংগঠনিক সম্পাদ জামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদ মো. এমরান আহমদ, অর্থ সম্পাদক আনোয়ার হুসেন আনা, প্রচার সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক শামছুল ইসলাম আনা, সদস্য সিলেট রোড ছায়েফ উদ্দিন, সদস্য দেওয়ান রোড রায়হানুর রশীদ, সদস্য জকিগঞ্জ রোড ইসলাম উদ্দিন, সদস্য সুরমা রোড এমাদ উদ্দিন।
শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, ১নং বাঘা ইউনিয়নের চেয়ারম্যান মো. ছানা মিয়া, সিলেট প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য মো. ফয়ছল আলম, সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হানিফ খাঁন, হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন খাঁন, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এম.কে সাফি চৌধুরী এলিম, বণিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন খাঁন, প্রিজাইটিং অফিসার বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, সমাজসেবক জাফরান জামিল, মাওলানা জমির উদ্দিন প্রমুখ।
শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ায় সমিতির পক্ষ থেকে নির্বাচনী কমিটিকে ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল যথাশীঘ্র বাজারে একটি গণশৌচাগার স্থাপনের আশ্বাস প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host