গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক ফয়ছল চৌধুরীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক ফয়ছল চৌধুরীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক, পৌর এলাকার রণকেলী বড়বাড়ীর আলহাজ¦ ফয়ছল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরীর চাচা মরহুম ফয়ছল আহমদ চৌধুরী তিন যুগেরও বেশী সময় রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

(২২ মে) বুধবার বেলা ২টায় রণকেলী বনবাড়ী ঈদগাহ্ মাঠে জানাজা শেষে স্থানীয় গুরুস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মরহুমের জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয় আহমদ পাপলু, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান মনজুর আহমদ চৌধুরী, চার্টার একাউনটেন্ট মসিহ মালিক চৌধুরী, আইডিই’র সিলেট জেলার সাবেক সভাপতি রুহুল ইসলাম চৌধুরী, প্রফেসর ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, ড্যাব সিলেট জেলা শাখার সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, প্রবীণ শিক্ষক আব্দুস ছামি চৌধুরী,এ এইচ এম শফি, মাহমুদ চৌধুরী, হাফিজ আহমদ চৌধুরী, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, আব্দুল জলিল, হেলালুজ্জামান হেলাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর