ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
গোলাপগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। উচ্চ আদালতে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন কোম্পানীর ৫২টি পণ্য বাজারে বিক্রী হচ্ছে কী না সেটা জানতেই এ অভিযান চালানো হয়।
(২২ মে) বুধবার বেলা সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান চলতে থাকে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পোড়া তেলে ইফতারী তৈরীর সময় মিতা রেস্টুরেন্টকে ৮াহাজার টাকা ও রাজমহল ব্রান্ডের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বিস্কুট রাখার দায়ে বিমল স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
অভিযান শেষে তিনি জানান, ‘মূলত অভিযানটি পরিচালিত হয়েছে সম্প্রতি উচ্চ আদালতে নিষিদ্ধ ঘোষীত বিভিন্ন কোম্পানীর ৫২টি পণ্য বাজারে বিক্রী হচ্ছে কী না সেটা তদারকি করার জন্য।’ তিনি আরো জানান ইতিমধ্যে বাজার থেকে কোম্পানীগুলো তাদের পণ্য তুলে নিয়েছে। মোটামোটি ব্যবসায়ীরা সচেতন থাকায় কেউই নিষিদ্ধ পণ্য রাখেননি।
এ বিষয়ে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী জানান, ব্যবসায়ীদের নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রী না করতে রমজানের শুরুতেই আমরা মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করেছি।
তদারকি অভিযানে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ক্যাব সিলেট।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host