গোলাপগঞ্জে লটারী বিজয়ীর হাতে সিঙ্গারের ফ্রিজ হস্তান্তর

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

গোলাপগঞ্জে লটারী বিজয়ীর হাতে সিঙ্গারের ফ্রিজ হস্তান্তর

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে সিঙ্গার শাখার ঈদ সুপার অফার ক্যাম্পেইন-২০১৯’র এসএমএস মাধ্যমে লটারীতে বিজেতার হাতে ফ্রিজ তুলে দিলেন শাখার কর্মকর্তাবৃন্দ। আসন্ন ঊদ উল ফিতর উপলক্ষে সিঙ্গার প্লাসের একটি ফ্রিজ কিনলে এসএমএস’র মাধ্যমে লটারীতে অংশ গ্রহণের সুযোগ রয়েছে ক্রেতাদের।

(২৩ মে) বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ শাখায় একজন লটারী বিতেজার হাতে সেই পুরস্কার ফ্রিজ হন্তান্তর করেন সিঙ্গার ড্রিস্ট্রিক ম্যানেজার আদিল রহমান।

এসময় উপস্থিত ছিলেন- শাখা ম্যানেজার মেহের-ই খোদা লস্কর, মনজুর খা, কামরুল ইসলাম প্রমুখ। প্রথম এসএমএস লটারী বিজয়ী হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই কছকট খাঁ এলাকার অধিবাসী হাফিজ মো. দেলওয়ার হোসেন।

এব্যাপারে শাখা ম্যানেজার মেহের-ই খোদা লস্কর জানান, ঈদ উপলক্ষে সিঙ্গারের লটারী অফার দেয়া হয়েছে। একটি ফ্রিজ কিনলে একটি এসএমএস’র মাধ্যমে আরেকটি ফ্রিজ পাওয়ার সুযোগ রয়েছে। এ অফার ঈদ পর্যন্ত চলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর