গোলাপগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

গোলাপগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে ময়নুল হক(৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, হেল্পারের ধাক্কায় চলন্ত বাস থেকে পড়ে গিয়ে তিনি পিষ্ট হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটায় সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়স্থ রহমান হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়দের সাহায্যে ময়নুল হককে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ময়নুল হক(৭৫) গোলাপগঞ্জ সদর ইউপির মৃত ছিদ্দেক আলীর পুত্র। বৈবাহিক জীবনে তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জালাল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি (সিলেট জ-১১-০৭৯৯) গোলাপগঞ্জ থানায় নিয়ে আসে। ঘটনার পর পরই বাসটি আটক করা হলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন দিন থেকে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। গত বছরের নভেম্বর মাসে তিনি দেশে আসেন।

নিহতের ছোট ভাই সালেহ আহমদ জানান, ময়নুল হক গোলাপগঞ্জে বাজার করতে আসেন। বাড়ি ফেরার জন্য তিনি সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী বাসটিতে ওঠেন। বাসটি সদর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে আসলে তিনি নামবেন বলে চালককে জানান। এসময় বাসের গতী থামার আগেই হেল্পার ময়নুলকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার নাথ ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে জব্দ করে আমরা থানা হেফাজতে নিয়ে এসেছি। যেহেতু ঘটনার পরেই বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছে তাই তাদের আটক করা সম্ভব হয়নি। তবে, দ্রæত গ্রেপ্তারে বার বার অভিযান পরিচালনা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর