কোম্পানীগঞ্জ আইনজীবী পরিবারের ইফতার মাহফিল

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

কোম্পানীগঞ্জ আইনজীবী পরিবারের ইফতার মাহফিল

কোম্পানীগঞ্জ আইনজীবী পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৫ মে) শনিবার নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসাইন সভাপতিত্বে এবং সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজমল আলী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট আব্দল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. জুনেদ আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট জিয়াউর রহমান।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিল বলেন, মুসলমানদের গৌরবোজ্বল বিজয়গাতা ইতিহাস রয়েছে। সময়ের পরিক্রমায় মুসলমানরা ভোগ বিলাসে লিপ্ত হওয়ায় মুসলমানরা হারিয়েছে স্বর্ণালী সময়। অন্ধকারে নিমজ্জিত আজ মুসলিম জাতি। এর একমাত্র কারণই হচ্ছে মুসলমানদের ইসলামী অনুশাসন মেনে চলা থেকে বিচ্যুতি। তাই প্রত্যেক মুসলমানকে পবিত্র এই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। তবেই ফিরে পেতে পারি সোনালী অতীত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট জালাল উদ্দিন,এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট রফিকুল হক, চেম্বার অব কমার্স এর পরিচালক মুজিবুর রহমান মিন্টু, অ্যাডভোকেট মকদ্দছ আলী, এপিপিঅ্যাডভোকেট শাহজাহান চৌধুরী,।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অ্যাডভোকেট ফরহাদ খন্দকার অ্যাডভোকেট ইসরাফিল আলী, সহ সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা, সাবেক সহ সম্পাদক ইমরান আহমেদ, অ্যাডভোকেট দেলোয়ার, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট কাউসার আহমদ, অ্যাডভোকেট জাকির হোসেন সুমন, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেট এর সাধারণ সম্পাদক এম. সোহেল আহমদ।

আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমদ, হেলাল আহমদ, নজরুল ইসলাম, মুস্তাক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর