গোলাপগঞ্জে দৈনিক সিলেট মিরর’র সুধী সমাবেশ ও ইফতার

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

গোলাপগঞ্জে দৈনিক সিলেট মিরর’র সুধী সমাবেশ ও ইফতার

গোলাপগঞ্জ সংবাদদাতা
দৈনিক সিলেট মিরর পত্রিকা অল্প সময়ের মধ্যে পাঠক নন্দিত ও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেট বিভাগের অসহায়, ন্যায় বিচার প্রাপ্তি মানুষ, সমাজ বিরোধীদের বিপক্ষে কাজ করার উদ্দেশ্যে পত্রিকাটির যাত্রা শুরু করি। আপনাদের দোয়ায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই সিলেট মিররের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিলেট মিরর পত্রিকা পাঠক নন্দিত করতে আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়নি।

গোলাপগঞ্জে রোববার (২৬ মে) ‘দৈনিক সিলেট মিরর’ পত্রিকার উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মিরর পত্রিকার প্রকাশক, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ ফয়সল আহমদ চৌধুরী।

গোলপগঞ্জ পৌর সদরের একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর’র সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি খালেদ হোসেনের পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, রণকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল আমীন, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী ফয়ছল, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক রুহেল আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন ইরান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুর ইসলাম শাহিন, গোলাপগঞ্জ নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা গোলাম দস্তগীর খান ছামিন, বিশিষ্ট সমাজসেবী ফরিদ উদ্দিন ত্বকি, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. আনা মিয়া, আমুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল গফ্ফার কুটি, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক আবু সুফিয়ান আজম, ইতালী জাতীয় পার্টির সভাপতি রাহেল আহমদ তালুকদার। উপস্থিত তরুন সমাজসেবী মঞ্জুর আহমদ, স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আরাফাত হোসেন রাহেল, সাংবাদিক সেলিম হাসান কাওসার, সুলতান আবু নাসের, জয় রায় হিমেল, মাহবুব হাসান রাসেল, সামাজিক সংগঠন চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান আহমদ, তরুন সমাজকর্মী জুবায়ের আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ৪নং ওয়ার্ড সদস্য দেলওয়ার হোসেন মাহমুদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর