ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
গোলাপগঞ্জ সংবাদদাতা
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গোলাপগঞ্জের শপিংমলগুলোতে এখন সাজ সাজ রব। সৌন্দর্য্য বৃদ্ধিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিটি মার্কেটের মালিক-কর্মচারীরা। বিভিন্ন পণ্যের শো-রুমগুলোও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে বর্ণিল আলোক সজ্জায়। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানেও লেগেছে নতুনত্বের ছোঁয়া। পরিবর্তন এনেছে দোকানের রং থেকে শুরু করে আসবাবপত্র ও ডিজাইনেরও।
পৌর শহরের বিভিন্ন মার্কেটগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিপুল পরিমাণ পোশাক, কসমেটিকস্, জুতা ও নানা পণ্যের সমাহার। ঈদ উপলক্ষে নিজ নিজ পণ্য বিক্রি করতে দোকানগুলো নববধূর সাজে সাজিয়ে তুলেছেন ব্যবসায়ীরা। যেমন আছে পণ্যের বৈচিত্রতা, আছে দামেও। সকলের মূল উদ্দেশ্য একটাই- ‘সামনের ঈদ’।
কেউ কেউ প্রস্তুতি নিয়ে বসেছেন উচ্চবিত্তদের কেনাকাটার টার্গেট নিয়ে। কেউবা মধ্য ও নিম্নবিত্তের জন্য।
ব্যবসায়ী সমিতির সদস্যরা বলছেন, ঈদ মানেই বিশেষ কিছু। আর এই ঈদের তারতম্য ফুটিয়ে তুলতে মার্কেটগুলোকে যদি আকর্ষণীয়ভাবে সাজানো না যায় তাহলে ক্রেতাদের নজর কাড়া সম্ভব নয়। রুচিশীল সাজের মাধ্যমে আমরা ব্যবসায়ীরা সাজ সজ্জার বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করি। তারা বলেন, বর্তমানে সব ব্যবসাতেই প্রচারে প্রসার ঘটে। তাছাড়া ব্যবসা যাই হোক, যুগের সাথে তাল মেলাতে ব্যবসা প্রতিষ্ঠানে নতুনত্বের ছোঁয়া থাকতে হবে। তবে, ঈদের সময় যতবেশী ঘনিয়ে আসছে, ততবেশী ক্রেতাদের ভীড় বাড়ছে। এখনও ঈদের বাজার পুরোদমে জমে না উঠলেও আগামী শুক্র ও শনিবার ছুটির এই দুইদিন খুব একটা ব্যবসা হবে বলে আশাবাদি তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host