কোম্পানীগঞ্জে হাজী রকিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ১, ২০১৯

কোম্পানীগঞ্জে হাজী রকিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আমেরিকা প্রবাসী ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রকিবের পক্ষ থেকে দয়ারবাজার এলাকার কয়েকটি গ্রামবাসীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১ জুন) কালীবাড়ীস্থ রকিব হাজীর বাসভবনের মাঠে মুরব্বী আব্দুল মনাফের সভাপতিত্ব ও ক্বারী মাওলানা আমির উদ্দিনের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জের ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, কলাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হযরত মাওলানা আলহাজ আব্দুল মোছাব্বির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী মুহিবুর রহমান, মো. খাইরুল্লাহ, মুরব্বী আবদুস সালাম, মো. নুরুজ্জামান মেম্বার, মো. তাজ উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি মো. মঈন উদ্দিন মিলন, ক্রীড়া যুব সংগঠক মো. রজন মিয়া, প্রবাসী মো. আলা উদ্দিন, আব্দুল আলীম, আইয়ুব আলী খান, হাফেজ মাসুক আহমদ প্রমূখ।

উল্লেখ্য কোম্পানীগঞ্জের ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গরীব অসহায়দের মাঝে সপ্তাহব্যাপী ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে সর্বশেষ হাজী আব্দুর রকিবের বসাভবনে আরো ৩৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হলো। এ নিয়ে সারা ইউনিয়নের প্রায় ১৫০০শত অসহায় পরিবারে ঈদের আনন্দ পূর্ণ করতে তেল, নারিকেল, সেমাই, ময়দা, দুধ, বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর