গোলাপগঞ্জে বাসের ধাক্কায় টেম্পু চালক নিহত

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

গোলাপগঞ্জে বাসের ধাক্কায় টেম্পু চালক নিহত

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে বাসের ধাক্কায় শাহেল আহমদ নামের টেম্পু চালক নিহত ও তার সহকারী আলম আহমদ গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোলাপগঞ্জের পৌর এলাকার খান কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত শাহেল উপজেলার ফুলবাড়ি পুর্বপাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র।

স্থানীয়রা জানান, তিব্বত কোম্পানীর সিলেটগামী টেম্পুকে পেছন থেকে একটি বাস (সিলেট-জ-১১-০১৮২) ধাক্কা দিলে ঘটনাস্থলে টেম্পু চালক ও সহকারী গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে টেম্পু চালক শাহেল আহমদ মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় সহকারী আলম আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর