চাঁদাবাজী বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জ পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের স্মারকলিপি

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

চাঁদাবাজী বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জ পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের স্মারকলিপি

চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন নতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং ২২৬৩ শ্রম আইনের নীতিমালা অনুযায়ী সংগঠনটি পরিচালিত হয়। শ্রমিকরা কোম্পানীগঞ্জের পাথর কোয়ারীতে বালু পাথর উত্তোলন ও বহন করতে গিয়ে ইদানিং চাঁদাবাজদের হাতে প্রতিদিন লাঞ্চিত হচ্ছেন। সম্পন্ন বে-আইনিভাবে অতিরিক্ত টেক্স দিতে শ্রমিকদের বাধ্য করা হচ্ছে। এতে শ্রমিকরা সর্বশান্ত হতে হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে বার বার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি।

নেতৃবৃন্দ বলেন, এলাকার চাঁদাবাজরা ধলাই নদীতে চাঁদাবাজি করছে এবং শ্রমিকদেরকে প্রতিদিন মারধর করে জোরপূর্বক টাকা আদায় করে নিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নেতৃবৃন্দ স্মারকলিপির মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সভাপতি আব্দুল বাছির, সহ সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ বাদশা, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, দয়ারবাজার শাখা সভাপতি ফারুক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, শাখার সাধারণ সম্পাদক কাজল সিল, উৎমা শাখার সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাস, শ্রমিক নেতা হিরা মিয়া, দিলু মিয়া, জামাল উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর