গোলাপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯

গোলাপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীররাতে পৌর এলাকার টিকরবাড়ী খাসিখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি গোলাপগঞ্জে দাড়িপাতন পশ্চিমপাড়া এলাকার মৃত সোয়াব আলীর পুত্র জসিম উদ্দিন(৩০)।

পুলিশ জানায়, বুধবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চন্দ্র দেবনাথ ও এএসআই আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার টিকরবাড়ী খাসিখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকব্যবসায়ী জসিমকে গাঁজা বিক্রয়কালে হাতেনাতে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০০গ্রাম গাাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর