গোলাপগঞ্জের যুবলীগ নেতা মাছুম সাধারণ সম্পাদক প্রার্থী

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

গোলাপগঞ্জের যুবলীগ নেতা মাছুম সাধারণ সম্পাদক প্রার্থী

নিজস্ব প্রতিবেদন
গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মাছুম আহমদ আগামী ২৯ জুলাই সিলেট জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী।

সাবেক ছাত্রনেতা মাছুম আহমদ ৯০ দশকের প্রথম দিকে ছাত্র রাজনীতিতে আসেন। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা হিসেবে। স্বৈরাচার এরশাদ ও পরবর্তীতে ৯১ পরবর্তীতে খালেদা জিয়ার ক্ষমতায় থাকাকালে নানাভাবে নির্যাতিত হন।

যুবলীগ নেতা মাছুম আহমদ আগামী ২৯ জুলাই সিলেট জেলা যুবলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন। ফলে তিনি কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করে দ্বারে দ্বারে ঘূরে বেড়াচ্ছেন।

তিনি এ প্রতিবেদককে বলেন, ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য কেন্দ্রীয় নেতৃবন্দের কাছে অনুরোধ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর